Text size A A A
Color C C C C
পাতা

অফিস সম্পর্কিত

      ধান, নদী, খাল এ তি’নে বরিশাল। বরিশালের ঐতির্য্যবাহী কীর্তণখোলা নদীর পশ্চিম তীরে ঐতিহাসিক ঠাকুর এষ্টেটের জরাজীর্ণ ও পরিত্যাক্ত বাড়ীর সীমানায় নতুনভাবে তৈরি করা ভূমি কমপ্লেক্স এর ৩য় তলায় বরিশাল জোনাল সেটেলমেন্ট অফিস অবস্থিত। অফিসের লাগ পশ্চিম পার্শ্বে ফায়ার সার্ভিস অফিস, দক্ষিণ দিকে প্রধান ডাকঘর, উত্তর দিকে মৎস্য ব্যবসায়ের প্রাণকেন্দ্র পোর্ট রোর্ড, পূর্ব দিকে অফিস সংলগ্ন প্রবাহমান বঙ্গোপসাগরের দিকে ধাবিত কীর্তণখোলা নদী এবং নদী তীরে বরিশাল-ঢাকা ষ্টিমার ও সু’বিশাল লঞ্চ টার্মিনাল। বরিশাল, ভোলা, ঝালকাঠী ও পিরোজপুর জেলার মোট ২৮টি উপজেলার মধ্যে ২১টি উপজেলায় জরিপ কার্যক্রম ১৯৮৭-৮৮ সাল থেকে চলমান আছে। এ ২১টি উপজেলার স্তরভিত্তিক চলমান জরিপ কার্যক্রমের মাধ্যমেই ভূমি মালিকগণের চাহিত সেবা বিধিবিধান অনুসরণ করে প্রদান করা হয়।

ছবি